Print Date & Time : 19 July 2025 Saturday 8:52 pm

কুষ্টিয়ায় শ্রেষ্ঠ শিক্ষক ড. নবীনূর রহমান খান

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে কুষ্টিয়া জেলার কলেজ পর্যায়ে ড. মোঃ নবীনূর রহমান খান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক।   

ড. মোঃ নবীনূর রহমান খান

ড. মোঃ নবীনূর রহমান খান কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় ১৯৭১ সালে  জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মতিয়ার রহমান খান ও মাতা মরহুমা লাইলী আক্তার খানম।

তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় বিএ (অনার্স) এমএ (প্রথম স্থান) পিএইচডি ও কম্পিউটার সাইন্সে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২২ তম বিসিএস এর মাধ্যমে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনে প্রবেশ ঘটে। 

তিনি ২০১৬ ও ২০১৭ সালে শ্রেষ্ঠ শিক্ষক (বিএনসিসি) নির্বাচিত হন। স্ট্যান্ডার্ড জার্নালে তাঁর বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। বর্তমানে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণা ও মানবকল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি জানিয়ে ড. মোঃ নবীনূর রহমান খান বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া অভূতপূর্ব আনন্দের বিষয়। নিজের উপর অর্পিত দায়িত্ব মনোযোগ দিয়ে সবসময় পালনের চেষ্টা করেছি। এই স্বীকৃতির ফলে দায়িত্ববোধ আরো বেড়ে গেল।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,