Print Date & Time : 23 April 2025 Wednesday 3:01 am

কুষ্টিয়ায় শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন নাদিরা খানম

ওপেলিয়া কনি:

কুষ্টিয়ায় মাধ্যমিক পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন নাদিরা খানম। তিনি কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো: মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার ড. হুমায়ুন কবির, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জিলা স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

নাদিরা খানম এক সময়ের বিতার্কিক এ নারী শিক্ষক আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। বর্তমানে তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালনসহ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক শিল্প তৈরির কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

তিনি যুক্তির আলোয় মুক্তি ঘটিয়ে প্রতিভা বিকশিত করেছেন।  লাখো কন্ঠে জাতীয় সঙ্গীতে জেলা টিমের নেতৃত্ব দিয়ে চমক সৃষ্টি করেন। এছাড়াও রেড ক্রিসেন্টের স্কুল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

কুষ্টিয়া জেলার সরকারি শিক্ষক সমিতির সেক্রেটারির পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ও লালন একাডেমীর আজীবন সদস্য, কুষ্টিয়া লেডিস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ মহিলা সংস্থার সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। নাদিরা খানম স্বপ্ন দেখেন নারী ও শিশুদের কল্যাণে কাজ করার।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পদক লাভের পর অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন, এই পুরস্কার আমার জন্য আরও কর্মস্পৃহা বাড়িয়ে দিলো। তাই আমি দুস্থ-অসহায় নারী ও শিশুদের কল্যাণে অবিরাম গতিতে কাজ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।

সিন্ধু//দৈনিক দেশতথ্য//১১ জুন,২০২৪//