সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া সাব জজ-৩ আদালতের পেশকার পার্থ সারথী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন জানান, মধুপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কিসের সাথে এই দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় সড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।