খোকসায় পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
বুধবার (৪ মে) দুপুরে খোকসা উপজেলার পাইকপাড়ার মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১০) । গুরুতর আহত অবস্থায় আরো চার জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে পাঁচ জন যাত্রী নিয়ে ওই অটোরিকশাটি পাংশার দিকে যাচ্ছিল। পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন। আহত আরো চার যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
রিমন//দৈনিক দেশতথ্য//মে ৪,২০২২//