Print Date & Time : 22 April 2025 Tuesday 11:21 am

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু

কুষ্টিয়ায় মসজিদ থেকে ইশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনু মোড়ে দ্রুত গতিতে আশা মটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর (৭০)নিহত হয়।


জানা যায়, নিহত আবু বক্কর বড়ি থেকে বটতৈল উত্তরপাড়া জামে মসজিদে নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন। এমন সময় আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া বটতৈল অভিমুখি একটি দ্রুত গতির মটরসাইকেল আবু বক্করকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে বৃদ্ধ আবু বক্কর নিহত হন। ঘটনাস্থলে মটরসাইকেল ফেলে রেখে চালক পালিয়ে যায়।


জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল থেকে ঘাতক মটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আবু বক্করের লাশ তার পরিবারের লোকজন থানায় লিখিত দিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গিয়েছেন। পরিবারের সদস্যরা মামলা করবে কি না এখন সিদ্ধান্ত জানায়নি । ঘাতক পালসার মটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। মটরসাইকেল চালক কাউকে পাওয়া যায়নি।


নিহত আবু বক্কর কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আনু মোড় এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ফেব্রুয়ারি ২০২৩