কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রূপিয়া খাতুন(৪৮) নামের এক নারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কানাবিল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুপিয়া খাতুন মিরপুর উপজেলার মশান গ্রামের ফজল শাহর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কানাবিল মোড়ে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা লেগে সড়কের উপরে ছিটকে পড়ে এই নারী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে নাটোরের কাছাকাছি পৌঁছলে তার মৃত্যু হয়।
রুপিয়া খাতুনের ছেলে আনোয়ার জানান, সকালে আমার মা ইজিবাইকে করে কানাবিলে এলাকায় আমার বোনের বাড়িতে যাচ্ছিলো। কানাবিল মোড়ে নেমে রাস্তা পার হওয়ার সময় একটা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। পরে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রাজশাহীতে নেওয়ার পথে মারা যায়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ সেপ্টেম্বর ২০২৩