Print Date & Time : 2 July 2025 Wednesday 3:58 am

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় রইচ উদ্দিন রনক (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্ক্ষী নিহত হয়েছে। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার মশান বাজারে এ দূর্ঘটনা ঘটে।

ওই সময় রনক মশান বাজার থেকে মোটরসাইকেল যোগে সাইফুন ব্রীজের দিকে আসার সময় যাত্রীবাহী একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আর//দৈনিক দেশতথ্য//১১ সেপ্টেম্বর-২০২২