রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক রজব আলীকে কুপিয়ে গুরুতর আহত করে কাউন্সিলর এজাজ আহমেদ ও তার লোকজন।
অস্ত্রের আঘাতে রজব আলীর হতের দশটি আঙ্গুল, বুক, পিঠ, দুই পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। তাকে বাঁচাতে ভাতিজা বেলাল হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এতে বেলালের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া সোমবার সকালে সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিনের নেতৃত্বে একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এসময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এসময় তারা স্থানীয় খালেক, খেদ আলী, বানাত মালিথা ও সেন্টুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এছাড়াও কুষ্টিয়া-২ আসনের মিরপুর ও ভেড়ামারা উপজেলায় প্রতিপক্ষের সমর্থকেরা পরাজিত নৌকার সমর্থক ও কর্মীদের হুমকিধামকি, মারধর ও হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও পরাজিত নৌকার প্রার্থী হাসানুল হক ইনু বলেছেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সাংঘর্ষিক কারচুপির ঘটনা ছাড়া সারাদেশে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই মতের সাথে আমি একমত। দ্বিতীয়ত আমি মনে করি যে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে কারচুপির ঘটনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার ভেতরে দুর্ভাগ্যজনক হলেও কুষ্টিয়া-২ আসন আমার এলাকার অন্তর্ভুক্ত। যে আক্রমণ হুমকিধামকি অত্যাচার শুরু হয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আওয়ামী লীগ বনাম জোটের শরিক দলের সাংঘর্ষিক অবস্থা এলাকায় থাকা উচিত না। আওয়ামী লীগ নেতৃত্ব এখানে বেশিরভাগ তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছে। আমি জনগণের ভোটে নই, কারচুপির ভোটে পরাজিত হয়েছি। আশা করি এটা সবাই তদন্ত করে দেখবেন। এর প্রতিকার এবং বিহিত করবেন।
আওয়ামী লীগ বনাম জোটের শরিক দলের সাংঘর্ষিক অবস্থা এলাকায় থাকা উচিত না। আওয়ামী লীগ নেতৃত্ব এখানে বেশিরভাগ তারা নৌকার বিরুদ্ধে ভোট করেছে। আশা করি এটা সবাই তদন্ত করে দেখবেন। এর প্রতিকার এবং বিহিত করবেন। যে আক্রমণ হুমকিধামকি অত্যাচার শুরু হয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, নির্বাচনী পরবর্তী ভিত্তিক এলাকায় সহিংসতার ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই অভিযান অব্যহত থাকবে। সবাইকে সহিংসতা এড়িয়ে চলার জন্য আহ্বান জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪

Discussion about this post