কুষ্টিয়া সনাকের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদ্যাপন করা হয়েছে।
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’প্রতিপাদ্যকে সামনে রেখে ০৯ ডিসেম্বর সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহন করে।
একই দিনে কুষ্টিয়া রাইফেল ক্লাবের সেমিনার কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া অলোচনা সভার আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে টিআইবি’র ধারনাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা সুমাইয়া খাতুন। আলোচনা সভায় অংশগ্রহন করেন সনাক সহ-সভাপতি খোন্দকার আমানুল্লাহ, মিজানুর রহমান লাকী, জহুরুল হক চৌধুরী, শাহাজাহান আলী, হালিমা খাতুন, তহ্মিনা চৌধুরী ঝর্না, শাহরিয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি নির্মূলে পরিবারের ভূমিকার বিষয়ে গুরুত্বরোপ করেন। এছাড়াও সকল প্রতিষ্ঠান প্রধানদের দুর্নীতি প্রতিরোধে নিজেদের ভ‚মিকা রাখবার বিষয়টি উল্লেখ করা হয়। আলোচনা সভাটি স ালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলাম। ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপ ও এ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) এর সদস্যবৃন্দ মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ ডিসেম্বর ২০২৩

Discussion about this post