Print Date & Time : 17 July 2025 Thursday 10:24 pm

কুষ্টিয়ায় সনাকের মতবিনিময় সভা

কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার মতবিনিময় সভা হাসপাতালের কনফারেন্স রুমে ১৪ জুন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মো: রফিকুল আলম টুকু-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ মোঃ নাসির উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, সনাক সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, সদস্য খোন্দকার আমানুল্লাহ, কে.এম.তারিক ইবনে আমিন, সুভাশীষ সাহা খোকন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলাম প্রমুখ।

সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় সনাক কর্তৃক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বেইসলাইন সার্ভে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৪,২০২৩//