কুষ্টিয়া সদর উপজেলা লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডের মসজিদ সংলগ্ন সরকারি খাস জমিতে নির্মাণকৃত ৩টি দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে খাস জমি থেকে দোকান ৩টি উচ্ছেদ করে সদর উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মহল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন সরকারি খাস জমিতে দোকান ৩টি নির্মাণ করেন। খাসজমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণকে বিভিন্নস্থানে আলোচনা ও সমালোচনা করতেও দেখা যায়। তাছাড়া এই দোকানগুলো নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুইটি পক্ষ তৈরি হয়। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দোকানগুলো উচ্ছেদ করেন।
এব্যপারে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের মুঠোফোনে কথা হলে তিনি জানান, সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়ে একটি মহল দোকান নির্মাণ করেছিল। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করে দোকান তিনটি উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, উচ্ছেদের পরে পুনরায় ঐ মহলটি ইট গাঁথা শুরু করেছে বলে তাদের কাছে তথ্য এসেছে। সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন তিনি। নির্দেশনা পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য// এপ্রিল ১৫,২০২২//

Discussion about this post