Print Date & Time : 19 July 2025 Saturday 11:10 pm

কুষ্টিয়ায় সাংবাদিকদের ধর্মঘট প্রত্যাহার

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা পিবিআইকে দেওয়ার উদ্যোগ

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ৭দফা দাবি দিয়ে সাংবাদিকরা কর্মসূচি ঘোষণা করে। অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে তারা আন্দোলন করে আসছিল। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবউল আলম হানিফ এমপি’র আহ্বানে আজ থেকে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

বুধবার মাহবুবউল আলম হানিফ এমপি তাঁর বাসভবনে কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, সংবাদপত্র ধর্মঘট এটি
সাংবাদিকদের আত্মঘাতি কর্মসূচী। ধর্মঘট থাকায় আপনাদের প্রতিদিনের
কর্মসূচীও ছাপা হচ্ছে না। এতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও সমাজ বিরোধীদের সবচেয়ে বেশি উপকার হচ্ছে। কারণ তাদের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ হয় না। তাই সংবাদপত্র ধর্মঘট প্রত্যাহার
করে সমাজের নানা অসংগতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান
জানাচ্ছি।

এসময় বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ এর
দাবি অনুযায়ী তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কথা বলে হত্যা মামলা নৌ পুলিশ
থেকে পিবিআই এ স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন। ৭ দিনের মধ্যে আসামী গ্রেফতারের আশ্বাস দেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৩,২-০২২//