কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়ায় সাংবাদিক হসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেফতার দাবিতে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে আহুত কালোব্যাজ ধারন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই)বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর থেকে কালো ব্যাজ ধারণসহ মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মজমপুর গেইটে গিয়ে শেষ হয়।
সর্বস্তরের সাংবাদিকবৃন্দের এই আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ কুষ্টিয়া প্রেসক্লাব, কেপিসি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টারস ক্লাব, সাংবাদিক অধিকার ফোরাম, জেলা অনলাইন প্রেস ক্লাস কুষ্টিয়াসহ সাংবাদিকদের সকল সংঠন স্ব-স্ব ব্যানারে অংশগ্রহনের মধ্যে দিয়ে সংহতি প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে অংশ গ্রহন করে এই মৌন মিছিলে।
এসময় সাংবাদিক রুবেল হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার দাবি করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের নেতৃবৃন্দ। নৃসংশ এই হত্যাকান্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এঘটনায় নূন্যতম সন্তোষজনক কোন তথ্য উপস্থাপনে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতারের দাবি করেন। সেই সাথে দাবি আদায়ে আগামী ২৪জুলাই, রবিবার সকাল থেকে জেলা প্রশাসন চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচীতে স্বত্ত¡স্ফুর্ত অংশ গ্রহনের জন্য সকল সাংবাদিকদের আহ্বান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, এডিটরস ফোরামের সাধারন সম্পাদক নুর আলম দুলালসহ সংহতি জানিয়ে যোগদানকারী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুলাই-২০২২//