Print Date & Time : 5 May 2025 Monday 11:40 am

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মিরপুর(কুষ্টিয়া) সংবাদদাতা।। সংবাদ সংগ্রহকালে কুষ্টিয়ার দৌলতপুরে চ্যানেল-২৪ টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পারসন এসআই সুমন ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বিদ্যুৎ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন করেছে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

মিরপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দর ব্যানারে মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ডাকবাংলোর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, আসাদুর রহমান বাবু, মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, মারফত আফ্রিদী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ । 

এ ছাড়ারও আরও উপস্থিত ছিলেন মিরপুর রিপোটার্স ইউনিটের সাবেক সাধারণত সম্পাদক আনোয়ার হোসেন নীশি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে কামাল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাবার নাম গোপন করে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসনের উচ্চপর্যায়ে চাকরি করছেন এমন অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে হামলার শিকার হন তারা। অভিযুক্ত কামাল হোসেনের সন্ত্রাসী বাহিনীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধর করতে থাকেন। ভাঙচুর করা হয় টেলিভিশনের ক্যামেরাও। একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। খবর পেয়ে সেখানে যান থানা পুলিশ।

 এ ঘটনায় ওইদিন রাতেই দৌলতপুর থানায় শরীফ বিশ্বাস বাদী হয়ে এ হামলায় জড়িত ছয়জন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ফেব্রুয়ারী ২০২৪