স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর (৪৫) ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হাসিবুর এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক। তাঁর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই বাবর আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি। এছাড়া তিনি এলাকায় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হাসিবুর সভাপতি পদে প্রার্থী ছিলেন। গতকাল বিকেলে ওই নির্বাচনের মিটিং শেষ করে হরিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে তিনি শহরের দিকে ফিরছিলেন। এ সময় পথে স্থানীয় যুবদল নেতা শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে মোটরসাইকেল থামিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় রিজু প্রায় ৩০ মিনিট পড়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তার পরিবারের লোকজন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, ‘হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাঁ হাতের কবজি ভেঙে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।’
হাসিবুর রহমান রিজুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজু জানান, যুবদল নেতা সন্ত্রাসী শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েজজন সন্ত্রাসী হরিপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল। এই নিয়ে খবর প্রকাশের জেরেই আমার ওপর এ হামলা করা হয়েছে। এসময় আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেছে হামলাকারী সন্ত্রাসীরা।
এদিকে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এঘটনায় গতকাল রাত ৮টার দিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান কর্মসূচি পালন করে জেলায় কর্মরত সাংবাদিকরা। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেয় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশকে ৩৬ঘন্টা আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। পরে থানা চত্বরে এসে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ সোহেল রানা বলেন, বিষয়টি দুঃখজনক। এ হামলায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Discussion about this post