ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের লাশ ফেরত চেয়ে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দরা।
আজ মঙ্গলবার (০৫ই মার্চ) দুপুর ১২ টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির সভাপতি ও নাগরিক টিভির কুষ্টিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন দি ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, কেপিসির সহ-সভাপতি ও আরটিভি প্রতিনিধি শেখ হাসান বেলাল, এনটিভি কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, কেপিসির ধর্মীয় সম্পাদক সাইফুদ্দিন আল আজাদসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৃষ্টি খাতুনের নতুন পরিচায়দাতা ওই রমনা কালি মন্দিরের কথিত ঠাকুরের একটি উদ্ভট ও কাল্পনিক কথায় এখন বৃষ্টির পরিবারের নিকট লাশ প্রদান না করায় সারাদেশের মতো কুষ্টিয়ার সর্বোচ্চ মহল পর্যন্ত ক্ষোভে ফুঁসে উঠেছে। লাশের দাবিতে মানব বন্ধন এটা কারোর জন্য কাম্য নয়। বৃষ্টির লাশ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ডিএনএ টেস্টের নামে তামাশা সৃষ্টি দুঃখজনক।
বৃষ্টি খাতুনের লাশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
এটা আমাদের জন্য খুবই কষ্টের। তার এনআইডি কার্ড, জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেট রয়েছে। এছাড়াও স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরাও তাকে বৃষ্টি খাতুন হিসেবেই শনাক্ত করেছেন। এরপর আর কোনো প্রমাণের দরকার হয় না। সহকর্মী হিসেবে আমরা গভীরভাবে সমবেদনা জানায় এবং অবিলম্বে বৃষ্টির লাশ তার বাবা-মায়ের কাছে হস্তান্তরের দাবি জানায়।
বক্তারা আরও বলেন, ‘একজন মুসলিমের লাশ নিয়ে এই ধরনের আচরনে নানাবিধ প্রশ্ন দেখা দেয়। অনতিবিলম্বে কুষ্টিয়ার মাটিতে বৃষ্টির লাশ ফিরিয়ে দেয়া হোক তা না হলে আমরা সড়ক অবরোধসহ আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো।’
এ সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে দেশে ভয়াবহ দাঙ্গা সৃষ্টির পায়তারাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ মার্চ ২০২৪