কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচদিন পর কুমারখালী নির্মাণাধিন গড়াই সেতুর নীচ থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাংবাদিক রুবেলকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া সর্বস্থরের সাংবাদিকের ব্যানারে বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এন এস রোডে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রুবেলের হত্যাকারিদের খুঁজে বের করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১২ ঘণ্টার মধ্যে সাংবাদিক রুবেলের হত্যাকারীদের খুঁজে বের করার আল্টিমেটাম দেন। ১২ ঘণ্টার মধ্যে রুবেলের হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারলে জেলার সকল সাংবাদিকদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তারা।
কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেশ টিভি জেলা প্রতিনিধি দৈনিক সময়ের দিগন্তের প্রকাশক ও সম্পাদক নাহিদ হাসান তিতাশের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- নিউজ টুয়েন্টফোর নিউজ বাংলার জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এম লিটন উজ্জামান, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার তৌহিদী হাসান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজ আহমেদসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচদিন পর কুষ্টিয়ার কুমারখালী গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল (৩১) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল (৩১) এর মরদেহ উদ্ধার করেছে পাবনা নৌপুলিশ।
এর আগে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত রবিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে তার মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর- ২০৩।
সাংবাদিক হাসিবুর রহমান কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি অপর এক পাটনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসা করতেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৭,২০২২//

Discussion about this post