কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে প্রয়াত সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেলের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। সভায় বক্তব্য রাখেন, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক মজিবুল শেখ, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মিজানুর রহমান।
সভায় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
স্মরণ সভায় প্রধান অতিথি বলেন, এক বছরেও সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের হত্যা রহস্য উন্মোচিত হয়নি। একবছর ধরে চলতেই আছে ‘তদন্ত খেলা’। অবিলম্বে রুবেলের হত্যা মামলার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। আর তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ৩ জুলাই রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিস থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের চারদিন পর কুমারখালীর তেবাড়িয়ায় নির্মাণাধীন গড়াই সেতুর নীচ থেকে তার লাশ উদ্ধার হয়। এঘটনায় তার চাচা মিজানুর রহমান অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৮,২০২৩//