র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া দল গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে রাত ১০.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া এলাকা’’ হতে ১১ বছর ০৬ মাসের সশ্রম করাদন্ড ১০০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০৫ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নূরুল ইসলাম@মিলন (৩৬), পিতা-আব্দুল খালেক, সাং-ভবানীপুর, থানা ও জেলা-নওগাঁ আত্মগোপনে কুষ্টিয়া জেলায় অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
উক্ত মামলার রায় প্রদানের পর থেকে তিনি কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়াতে নতুন বিয়ে করে এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উল্লেখ্য তাহার নামে জয়পুরহাট থানার তিনটি মামলা রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ অক্টোবর ২০২৩

Discussion about this post