Print Date & Time : 22 April 2025 Tuesday 11:28 pm

কুষ্টিয়ায় সানসেটের নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় বাড়ির গেটের সানসেট ভেঙে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ওই ছাত্রের নাম মোহাম্মদ (১৩)। সে কুষ্টিয়ার বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার হেফজখানার ছাত্র। সোমবার সকালে আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার হেফজখানার ছাত্র মোহাম্মদ আলী (১৩) সকালে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে মাদ্রাসার জ্বালানি পাটকাঠি সংগ্রহ করতে বের হয। আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ওহাবের বাড়িতে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ আলী সালাম দিয়ে বাড়ির লোকজনকে ডাকার এক পর্যায়ে আকস্মিকভাবে বাড়ির গেটের সানশেট ভেঙে মোহাম্মদ আলীর গায়ের উপর চাপা পড়ে। সানসেটের নিচে চাপা পড়ে তার মাথা থেতলে যায়। মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মোহাম্মদ আলীর মৃত্যু হয।
নিহত মোহাম্মদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশিউর রহমানের ছেলে । নিহত মোহাম্মদের নানার বাড়ি কুমারখালীর ছেউড়িয়া জয়নাবাদ মন্ডলপাড়ায়। বাবা মশিউর তাদের কোন খোঁজখবর না নেয়ায় সে নানার কাছে থাকত। মা ঢাকায় গার্মেন্টেসে কাজ করেন। নানা কদর আলী তাকে ভরণ-পোষণ দিয়ে লেখাপড়া করাচ্ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।