Print Date & Time : 12 May 2025 Monday 2:15 pm

কুষ্টিয়ায় সৌজন্য সাক্ষাতে যুবলীগের কেন্দ্রীয় নেতা

কুষ্টিয়ায় যুবলীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আসলাম খান। তার সাথে ছিলেন আবুল খায়ের গ্রুপের অডিট বিভাগের প্রধান মাসুদ হোসেন। আজ বৃহস্পতিবার তিনি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশার কার্যালয়ে জেলা সদর ও পৌর যুবলীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহসভাপতি ব্যবসায়ী সুরঞ্জন ঘোষ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা যুবলীগ নেতা আফজাল হোসেন শিশির, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান, আইনজীবী সুরক্ষা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল।

তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০১,২০২৩//