Print Date & Time : 23 April 2025 Wednesday 3:22 am

কুষ্টিয়ায় স্কুল ছাত্র বলাৎকারের মামলায় প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের মামলায় প্রধান আসামী গ্রেফতার।

 গত ০১ জুলাই ২০২৪ তারিখ একজন স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে। 

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/০৭/২০২৪, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। উক্ত মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ রিফাজ মাষ্টার (৪৫), পিতা-আকছেদ সরকার, সাং-ভুরকাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভুরকাপাড়া গ্রাম হতে গ্রেফতার করা হয়।

 পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ সেপ্টেম্বর ২০২৪