Print Date & Time : 22 August 2025 Friday 2:12 am

কুষ্টিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

কুমারখালীতে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী শফিকুল ইসলাম। শনিবার ভোরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামে  এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী খাতুন  উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে।  সোনালীর স্বামী শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোনালীর দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালী খাতুনকে মারধর করতো তার স্বামী।

নিহতের ভাই উজ্জ্বল বলেন, আমার বাবা একজন গরীব চাষি। সোনালীর সুখের কথা চিন্তা করে কয়েক দফায় শফিকুলকে টাকা দেওয়া হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম ভাবে নির্যাতন করেন শফিকুল। শনিবার ভোরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার  জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।