
কুষ্টিয়ায় স্ত্রীর মামলায় ইসতাজুল হক হিরো (৩৩) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ । মঙ্গলবার ১২ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে তার বাড়ি তাকে আটক করা হয় । এই মামলায় অপর আসামী মিশু আহম্মেদ (৩০) পলাতক রয়েছে । তারা দুই জনই কুষ্টিয়া সদর উপজেলার চৌঁড়হাস উপজেলা মোড় এলাকার রবিউল আলম এর পুত্র ।
জানা যায়, গত ৩০ অগাস্ট ২০১৯ সালে ইসতাজুল হক হিরো’র (৩৩) সাথে ওই নারীর বিয়ে হয় । বিয়ের পর শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের জন্য শাররিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। তার সুখের কথা বিবেচনা করে বিভিন্ন সময় প্রায় ৪ লক্ষ টাকার আসবাবপত্র সহ প্রয়োজনীয় মালামাল দেয়।
এছাড়া তার স্বামীকে ব্যবসার জন্য আরো ৩ লক্ষ টাকা দেয়। এপরও তার উপর নির্যাতন অব্যহত রাখে স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজন। তারই ধারাবাহিকথায় গত ২৪ মার্চ রাত অনুমান ১০ টার দিকে তাকে দেশীয় মারধর করে রক্তাক্ত জখম করে। পাশের বাড়ির লোকজনের সহায়তায় থানায় পাড়ায় তার বোনের বাড়ীতে আশ্রয় নেয়। এরপর থেকে সে বাবার বাড়ীতেই ক্যান্সার আক্রান্ত মায়ের সাথে বসবাস করে আসছিলো ।
এজাহার সূত্রে জানা যায়, গত ০৮ এপ্রিল বিকাল ৩.১০ দিকে আসামীরা ভুক্তভোগীর পিতার বাড়ীতে এসে তাকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে। তার দুলাভাই বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী ভাবে মারধর করে । ভুক্তোভোগীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ।
ভুক্তোভোগী কুষ্টিয়া মডেল থানায় আসামীদের বিরুদ্ধে এজাহার করেন । যার নাম্বার-১৯ । তারিখ ১২ জুলাই ২০২২ ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৩,২-০২২//

Discussion about this post