নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরের জুগিয়াতে আবস্থিত আর হক এগ্রো লিমিটেড বরখাস্তকৃত জেনারেল ম্যানেজার মীর সামিউল বশিরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
রবিবার (২৬মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রাবণী দাসের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত শনিবার সন্ধ্যায় শহরের কালিশংকরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৫ মে কুষ্টিয়া মডেল থানায় সাক্ষর জালিয়াতি কান্ডে প্রতারক মীর সামিউল এর নামে মামলা করেন সোহেল রুমি খান চৌধুরী।
মামলা নং-৩৩/১৯৬। এজাহার সূত্রে জানা যায়, মীর সামীউল ইসলাম আর হক এগ্রো লিমিটেড কোম্পানির সিল মোহর জাল করে দীর্ঘদিন প্রতারনা করে আসছে। এছাড়া কুষ্টিয়া বিজ্ঞ আদালতে কোম্পানির মামলা সালমান রয়েছে।
সড়ক, কালিশংকরপুর, থানা ও জেলা- কুষ্টিয়াকে ইং ১৮/০৫/২০২৪ তারিখ রাত্র অনুমান ১০.৩৫ ঘটিকার সময় কালিশংকরপুর এলাকা হইতে গ্রেফতার পূর্বক অত্র মামলার ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া এই মর্মে প্রতিবেদন দাখিল করা হয়েছে সামিউল ২০২২ সাল থেকে কুষ্টিয়া মডেল থানাধীন ১১/১ জুগিয়া কদমতলা রোড সংলগ্ন বাড়াদী সাকিনস্থ বাদীর আর, হক এগ্রো লিমিটেড প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার এ্যাডমিন হিসাবে চাকুরী করতো।
অনুমান ৮/৯ মাস চাকুরী করার পর আসামীর বেশ কিছু অনিয়ম ধরা পড়িলে সে হিসাব নিকাশ না দিয়ে বাদীর প্রতিষ্ঠান হইতে পলায়ন করে। তারপর হইতে আসামীর সাথে কোন ভাবেই যোগাযোগ করা যায়নি। এই ধারাবাহিকতায় গত ইং ২০/০৩/২০২৪ তারিখ বেলা অনুমান ১২.০০ এটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন ১১/১ জুগিয়া কদমতলা রোড সংলগ্ন বাড়ানী সাকিনস্থ বাদীর আর, হক এগ্রো লিমিটেড প্রতিষ্ঠানে অবস্থানকালে বাদীর পরিচিত জনের মাধ্যমে জানতে পারেন যে, আসামী জাল জালিয়াতির মাধ্যমে বাদীর প্রতিষ্ঠানের মনোগ্রামযুক্ত প্যাড তৈরি করিয়া বাদীর নামীয় স্বাক্ষর দিয়ে বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারণা করিতেছে। এছাড়াও আসামী বাদীর প্রতিষ্ঠানের নাম, পদ ও পদবী ব্যবহার করিয়া ভারতীয় ভিসা তৈরি করেছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ মে ২০২৪

Discussion about this post