বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়ার বর্ধিত সভা বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৭ শে জুলাই ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবগঠিত জেলা কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৪ শে জুলাই জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানব চাকীর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি আশিক রায়হান উচ্ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, স্বপন হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রীতম মজুমদার, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাইমুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক জেড এম ইসলাম জাহিদ, কুষ্টিয়া সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইলিয়াস খান, খোকসা উপজেলা শাখার সভাপতি এস. এম. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাসবীর আহমেদ রাজা, ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু, মিরপুর উপজেলা শাখার সভাপতি মো. রাহাতুজ্জামান, কুমারখালির পৌর শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড.মোঃ মুহাইমিনুর রহমান পললসহ প্রমুখ
সভাপতির বক্তব্যে ইঞ্জি. ইয়াসির আরাফাত তুষার বলেন, “২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দকে ২৯ টি বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়া হলো, কুষ্টিয়া উন্নয়নের রুপকার ও সদর আসনের সাংসদ জননেতা মাহবুবউল আলম হানিফ ভাই দেশের বাহিরে অবস্থান করলে ভার্চুয়ালি মনিটরিং এ আমাদের সাথে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ “।
সাধারণ সম্পাদক মানব বলেন, ” বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয়ের এলাকায় স্বেচ্ছাসেবকলীগকে সেরা সংগঠন হিসেবে গড়ার জন্য উপস্থিত স্বেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকী সফল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস কে সজীব, সাগর মাহমুদ, দপ্তর সম্পাদক একে আজাদ, উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, তুহিন খান কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি অমিত হাসান বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড এম ইসলাম জাহিদ, পরিতোষ দাস, প্রচার সম্পাদক স্বপ্ন ঘোষ, উপ প্রচার সম্পাদক বিপন কুমার কর্মকার, আইন বিষয়ক সম্পাদক হাফিজ আল নাহিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা আহমেদ, সদস্য শুভ বিশ্বাসসহ কুষ্টিয়া সদর ও শহর এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
উল্লেখ্য যে, ২৭ শে জুলাই সকাল ৯ টায় কুষ্টিয়া পৌরসভা থেকে র্যালী শুরু হয়ে সমাপ্ত হবে সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে। ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর আলোচনা সভা ও কেক কর্তনের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৪,২০২৩//

Discussion about this post