র্যাব -১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৯ নভেম্বর ২০২২ তারিখ দুপুরে কুষ্টিয়া সদর থানার চর মিলপাড়া এলাকায় একটি অভিযান করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার খোকসা থানার মামলা নং-৮, তারিখ ০৮ নভেম্বর ২০২২ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ১, ২ ও ৩নং আসামী মোছাঃ তাছলিমা (৩৩), স্বামী-মোঃ শিবা, মোঃ খাইরুল (২৭), পিতা-ওমর আলী এবং মোঃ শিবা (৪৫), পিতা-মৃত শাহজাহান, সর্বসাং-চর মিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের পাবনা জেলার নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বা//দৈনিক দেশতথ্য// ১০ নভেম্বর ২০২২//