কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়িয়া এলাকায় গত ২১ ডিসেম্বর জসিম (৪০) নামের এক ভ্যান চালককে হত্যা করে ফেলে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা।
উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৩৩, তারিখঃ ২২ ডিসেম্বর ২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০৷
হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোঃ রেন্টু (৩৮), পিতা-মোঃ রুস্তম প্রামানিক, সাং- বহুলবাড়িয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া যশোর জেলার সদর উপজেলায় অবস্থান করছে।
সেই মোতাবেক ২২ ডিসেম্বর রাতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সহযোগিতায় হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে উক্ত সন্দেহভাজন আসামিকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Discussion about this post