Print Date & Time : 29 July 2025 Tuesday 11:39 am

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের অভিযানেকুষ্টিয়ায় আলোচিত শামুখিয়া গ্রামের দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজ গ্রেফতার হয়েছে।

গত ১৪ আগস্ট মিরপুর উপজেলার নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজ (৭১) কে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন। এ হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখ মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ অক্টোবর র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও ১ নং এজাহার নামীয় আসামি মোঃ ওহিদুল কবিরাজ (৬২) ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এহ/20/10/24/ দেশ তথ্য