সাংবাদিক ও সংগঠক নাব্বির আল নাফিজের ওপর হামলার প্রতিবাদে সম্মিলিত সামাজিক জোট মানববন্ধন করেছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় কুষ্টিয়া শহরের থানা মোড় সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সংগঠক, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি দি ফক্স ম্যান শাহাবুদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস. এস রুশদী, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, ঢাকা প্রকাশের কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সৌরভ শাহরিয়ার, দপ্তর সম্পাদক পল্লব আলী, সদস্য মুহাম্মদ সোহান, ইব্রাহিম হোসেন, এমটিএন অনলাইন পত্রিকার সম্পাদক আমিন হাসান, সাংবাদিক একরামুল ইসলাম জনি, এস এম পান্না, রাজীব খন্দকার, আলমগীর হোসেন, মিলন মাহমুদ, তারিক, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্য মীর কুশল, সেলিম রহমান, জিকু,কুষ্টিয়ার কন্ঠ -২৪ এর অফিস সহকারী নাছিম আহমেদ, শাওন, শোভন,নীরব,২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিপ্লব হোসেনসহ অর্ধশতাধিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন পরিচালনা করেন সম্মিলিত সামাজিক জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ।
প্রসঙ্গত: মঙ্গলবার (১৫ নভেম্বর) কুষ্টিয়া পৌর এলাকার সাদ্দাম বাজারস্থ রুরাল রিকনস্ট্রকাশন ফাউন্ডেশন (আরআএফ) কুষ্টিয়া সদর জোনের ম্যানেজার ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে সঞ্চয় জমা নেন। কিন্তু ম্যানেজার গ্রাহককে ঋণ না দিয়ে তাদের দীর্ঘদিন ধরে তাদের হয়রানী করে আসছেন এমন অভিযোগ পাওয়া যায়। গ্রাহককে হয়রানির বিষয়ে সাংবাদিক নাব্বির আল নাফিজ সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক নাব্বির আল নাফিজ ও তার ক্যামেরাম্যান নাসিম রুরাল রিকনস্ট্রকাশন ফাউন্ডেশনের অফিসে গিয়ে গ্রাহক হয়রানির বিষয়ে জানার যান। এর এক পর্যায়ে ম্যানেজার মো. বিল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে তার লোকজনকে নির্দেশ দেন তাদের দুজনকে ঘরে আটকে রাখার। পরে ম্যানেজারের লোকজন তাদের টেনে হেঁচড়ে একটি কক্ষে আটকে বেধরক মারধর করে এবং ক্যামেরা ভাংচুর করে। এসময় তারা সাংবাদিক নাব্বির ও ক্যামেরাম্যান নাসিমকে মেরে ফেলারও হুমকি দেন। পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেন।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//