কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে হামলার শিকার হয়েছেন রাশিদা খাতুন (৩২) নামে এক নারী।
গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার সময় হাটশ হরিপুর ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাশিদা নিজেই বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। রাশিদা হাটশ হরিপুর ফুলতলা এলাকার মৃত ইসলামের স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়, রাশিদার পরিবারের সাথে পূর্ব থেকেই এজাহারের ১নং আসামী টোকন গংদের সামাজিক বিরোধ ছিল। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার সময় এজাহারের ১নং আসামী বদর উদ্দিন ওরফে বুদুর ছেলে টোকন (৪৫), ২নং আসামী ইউনুসের ছেলে কনক (২৫), ৩নং আসামী টোকনের স্ত্রী সাজেদা খাতুন (৩৫), ৪নং আসামী আঃ গফুরের ছেলে চঞ্চল (২৫) ও ৫নং আসামি মৃত বদর উদ্দিন বুদুর মেয়ে লাখি খাতুন (৩৫) দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎ করে রাশিদার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রাশিদা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে এজাহারের ১নং আসামি টোকন এর নির্দেশে টোকনসহ এজাহারের বাকি আসামিরা হামলা চালায়। তাদের হামলায় রাশিদার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। এসময় রাশিদা আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে ঘটনাস্থল ত্যাগ করার সময় হামলাকারী টোকন বাহিনী রাশিদাকে হত্যার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post