Print Date & Time : 27 July 2025 Sunday 2:27 am

কুষ্টিয়ায় হার্টস বাংলার বৃক্ষরোপণ কর্মসূচী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হার্টস বাংলার উদ্যোগে, কুষ্টিয়া পৌর ১২ নং ওয়ার্ড এর আওতাধীন বিভিন্ন সড়কের পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। 

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন হার্টস বাংলার সবুজায়ন প্রকল্প-১ এর আওতায় ছাতিম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আমলকি, কদম, কাঠবাদাম, জাম গাছ সহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 

উক্ত সমাজসেবামূলক কার্যক্রমে শামছুল কবির (সজল), আলি আক্তার রাব্বি (রাতুল), জামান বিন মুরাদ (মিঠু), মোখলেছুর রহমান (আসিফ), রাজিবুল হক (রাজিব), সোহানুর রহমান (সোহাগ), দেওয়ান মোহাম্মদউল্লাহ, আবদুল গফুর, নিয়ামত, টুকু, মেহেদী, টুটুল সহ এলাকার স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


এহ/19/10/24/ দেশ তথ্য