ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবাসহ সনি (৩৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদর থানাধীন এনএস রোড ও এসবিপি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃত সনি পাবনা জেলার দোগাছী থানার কুলনিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সনির কাছ থেকে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//১৪ আগস্ট ২০২৫//

Discussion about this post