Print Date & Time : 10 May 2025 Saturday 3:06 pm

কুষ্টিয়ায় ২দিনের সুরের সুরভী অনুষ্ঠান অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক : “আমরা সত্য ও সুন্দরের  আরাধণা করি” এই স্লোগান নিয়ে সোনালি দিনের সোনালি গান সুরের সুরভী অনুষ্ঠান সুন্দরম ললিতকলা একাডেমি কুষ্টিয়ার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭)  এপ্রিল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিনের এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে কবিতা,গান সহ নানা আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। 

অনুষ্ঠানে সুন্দরম ললিতকলা একাডেমি থেকে কুষ্টিয়ার ৪জন গুনি শিল্পীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন- সুজন রহমান গুনী সংগীত শিল্প , কোহিনুর রহমান গুনী সংগীত প্রশিক্ষক ও শিল্পী, আশরাফুন্নাহার দিনু গুনী সংগীত প্রশিক্ষক ও শিল্পী, রীনা বিশ্বাস গুনী সংগীত প্রশিক্ষক ও শিল্পী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরম ললিতকলা একাডেমি কুষ্টিয়ার সভাপতি কনক চৌধুরী।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪