নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া।। বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ” মশাল ও সাপ্তাহিক ইস্পাত ” পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক- ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা মরহুম ” আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট এ-র পক্ষ থেকে প্রতি শুক্রবার পবিত্র জুম্মার সালাতের পর ২ শত দুস্থ্যদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হবে।
শুক্রবার (১২ আগষ্ট) কুষ্টিয়া মজমপুর গেট দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা অফিস হতে খাবার বিতরণের মধ্য দিয়ে এই এই কার্যক্রম শুরু হয়েছে। দেয়া হবে প্রতি শুক্রবার।
দুস্থ্যদের মাঝে এমন উদ্যোগ কুষ্টিয়াতে এই প্রথম এবং ইনশা’আল্লাহ্ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছিন সংশ্লিষ্টরা।
আল্লাহ্ পাক রাব্বুল আল-আমীন মরহুম ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাস্টের মহানুভবতা মনের বাসনা পূর্ণ করুন। সেই সাথে যাদের বাবা মা কবরবাসী হয়েছেন সকল মরহুম মরহুমদের কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস ফায়সালা করুন।
আর//দৈনিক দেশতথ্য//১২ আগষ্ট-২০২২