কুষ্টিয়ার মিরপুরে ১ কেজি ১০০ গ্রাম মালিক বিহীন হেরোইন জব্দ করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের জ্যোতি তেল পাম নামক স্থানে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে এ মাদক জব্দ করা হয়।
৪৭-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শতরূপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা।
এ সময় যাত্রীবাহী বাস থেকে তল্লাশি করে এক কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
যার বাজার মূল্য ২২ লাখ টাকা। পরে জব্দ করা হিরোইন সদর দপ্তরের জমা করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ এপ্রিল ২০২৩