নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ০৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হামিদুল ইসলাম (৪২) গ্রেফতার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ ২০২৪ তারিখে রাত ০২.১০ ঘটিকার সময় ‘‘চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ভাংবাড়িয়া গ্রাম’’ হতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মামলা নং-১৩ তারিখ ২১ জুন ২০২০, ধারা-৩২৪/৩০৭ পেনাল কোড ১৮৬০, জিআর ৭৩/২০ এর ০৩ বছরের কারাদন্ড ও ৩,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হামিদুল ইসলাম (৪২), পিতা-মৃত জি-বক্স বিশ্বাস, সাং-ভাংবাড়িয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ মার্চ ২০২৪

Discussion about this post