Print Date & Time : 30 July 2025 Wednesday 7:07 am

কুষ্টিয়ায় ৬৭০ টাকা কেজিতে  গরুর মাংশ বিক্রির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক\ কুষ্টিয়ায় সুলভ মুল্যে গরুর মাংশ বিক্রির উদ্বোধন করা হয়েছে। 

 বৃহস্পতিবার সকালে শহরের পৌরবাজারে  জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আব্দুল ওয়াদুদ। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেনসহ মাংশ বিক্রেতা ও ভোক্তারা উপস্থিত ছিলেন। আজ থেকে পৌরবাজারের একটি মাংশের দোকানে প্রতিদিন ৬৭০টাকা কেজি দরে গরুর মাংশ বিক্রি করা হবে। এতে খুশি ভোক্তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বাজারগুলোতে গরুর মাংশ ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ মার্চ ২০২৪