Print Date & Time : 20 April 2025 Sunday 2:20 pm

কুষ্টিয়ায় ৬ দিনে ৯ জনের মৃত্যু: অবৈধ ড্রামট্রাকের ওপর জেলা প্রশাসনের হস্তক্ষেপ

সেলিম আহামেদ তাক্কু: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড়ে ফিটনেস বিহীন অবৈধ ড্রামট্রাকের ওপর জেলা প্রশাসনের হস্তক্ষেপে আটক করা হয় ৬ টি ড্রাম ট্রাক ৷

আটক ড্রাম ট্রাক গুলো যানযোট মুক্ত রাখার জন্য এম,আর,এস তেল পাম্পে আনা হয় ৷রবিবার দুপুর ১ টায় প্রায় ২ ঘন্টার ওপরে অভিযান পরিচালনা জেলা প্রশাসন

সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হোসেন ৷ এ সময় ৬ টি ড্রাম ট্রাক আটক করা হয় এবং আটককৃত ৬ টির মধ্য ৫ টিকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা ও অনাদায়ে ১৫ দিনে জেল ধায্য করা হয় ৷

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হোসেন বলেন আজ থেকে প্রতিদিন নিয়মিত জেলা প্রশানের মাধ্যমে কুষ্টিয়ার মাননীয় ডিসি স্যার জনাব সাইদুর রহমানের নেতৃত্বে সড়কে মৃত্যুর মিছিল ও শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ৷

পরিশেষে আটক কৃত ড্রাম ট্রাক গুলোকে মালিকেরা এসে জরিমানার টাকা পরিশোধ করে তাদের জিম্মায় নিয়ে যায় ৷

উল্লেখ্য গত ১৫ জানুয়ারী শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উসমান নামের একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান আলী নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় বালু বোঝায় ড্রাম ট্রাকের ধাক্কায় অনিক নামের এক শিশু নিহত হয়। সে একই এলাকার আক্কার শাহের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় শিশুটিকে ধাক্কা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ৯ জানুয়ারী রোববার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন একই মোটরসাইকেলের যাত্রী। তারা হলেন দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের মৃত হযরত আলীর ছেলে বিদ্যুৎ (৩৭) ও একই এলাকার মৃত ফেরুর ছেলে রাজন (৩৬)।

১০ জানুয়ারী সোমবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল দক্ষিণপাড়া নামের স্থানে দ্রুতগামী বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে ৩ নারীসহ ৪জনের। ভোর সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচিলিত হয় এবং সড়কে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে !

দৈনিক দেশতথ্য//এল//