Print Date & Time : 30 July 2025 Wednesday 6:16 am

কুষ্টিয়ায় ৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে । 

 ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ভোর সাড়ে ৫ টায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২,৬৪,০০০/- টাকা এবং ০১টি মোটরসাইকেল সহ ১। মোঃ শিমুল হোসেন (২৭), পিতা-মোঃ মাহাবুল হক, সাং-পুরাতন আমদহ (সুপারী বাগানপাড়া) এবং ২। মোঃ দূর্জয় আহম্মেদ (১৯), পিতা-মোঃ সামছুল হক, সাং-গাছের দিয়ার (নতুনপাড়া), উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ সেপ্টেম্বর ২০২৪