Print Date & Time : 15 May 2025 Thursday 3:13 am

কুষ্টিয়ার আলোচিত কর্নেল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার শহরে আলোচিত প্রেম ঘটিত বিষয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান কর্ণেলকে কুপিয়ে হত্যার দায়ে তিন বন্ধুকে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মজমপুর এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তার ছেলে পারভেজ হোসানইন ওরফে সৌরভ (৩২), খন্দকার হামিদুজ্জামান মলিন এর ছেলে খন্দকার মিহিরুজ্জামান মিহির (৩০) এবং কোর্টপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী ওরফে সবুজ।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে ২৬ জানুয়ারীতে রাত্রি বন্ধুদের সাথে প্রেম ঘঠিত সংক্রান্ত জের ধরে নিহত মোস্তাফিজুর রহমান কর্নেলকে মজমপুর গেট হইতে মটর সাইকেল করে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মন্ডল ফিলিং ষ্ট্রেশনের উত্তর পাশে চাঁদাগাড়ার মাঠে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের কাছে হাতে নাতে গ্রেপ্তার হয়। এ ঘটনায় নিহতের ভাই আসাদুর রহমান বাবু অভিযুক্তদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের ০৬ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ২০১২ সালের ২৬ জানুয়ারিতে কুষ্টিয়ার শহরে আলোচিত প্রেম ঘটিত বিষয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তাফিজুর কে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৬ জানুয়ারি ২০২৩