জাকির হোসেন, কুষ্টিয়া: আজ ১৭’মার্চ কুষ্টিয়া ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রোভার স্কাউট ও কলেজের সকল কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ইসলামিয়া কলেজ মিলনায়তনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ শামসুর রহমান বাবু সভাপতি পরিচালনা পর্ষদ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ জমির উদ্দিন, বাবুল আক্তার,স্বপন আলী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ, সহকারী অধ্যাপক জেসমিন নাহার, শহিদুল ইসলাম জোয়ার্দার, হাবিবুল ইসলাম, আব্দুল আলিম রেজা, জাতির পিতার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রভাষক আবদুল আলীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লস্কর আলী ও তামান্না অধ্যক্ষ নওয়াব আলী সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন। পরে কেক কেটে জাতির পিতার ১০২ জন্মবার্ষিকী উদযাপন করা হয় ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post