Print Date & Time : 25 May 2025 Sunday 2:21 pm

কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়া অফিস : কুষ্টিয়ায় বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলা।

বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা পরিবেশ, জ্বালানি, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে মডেল ও প্রজেক্ট উপস্থাপন করে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্টগুলো উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং অতিথিদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল।

এসময় বক্তব্য রাখেন, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানা মানিক এবং অধ্যক্ষ দিলরুবা পারভীন প্রমুখ।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল বলেন,
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে যা ভবিষ্যতে তাদের জন্য পথপ্রদর্শক হবে।”তিনি আরও বলেন, এডুকেয়ার সবসময়ই চেষ্টা করে একটি প্রগতিশীল ও আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ তৈরির, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে। আমরা বিশ্বাস করি, আলোকিত একজন মানুষই পারে গর্বিত আগামি গড়ে তুলতে পারে।

অনুষ্ঠান শেষে মেধাবী ও সেরা প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিশেষ অতিথিবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক এবং আনন্দঘন। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় বিজ্ঞান মেলাটি সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।