কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিবকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা সাংগঠনিক কমান্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাংগঠনিক কমান্ডের কমান্ডার ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার (০৩ আগষ্ট) বেলা ১২টায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুর রহমান সাবেক সহকারী কমান্ডার শেখ আবু হানিফ কুমারখালী মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার যুদ্ধ হতো বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হায়াত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হানি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলহাজ্ব খন্দকার আব্দুল মতিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহিদুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা আহসানুল ইসলাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খোকন,বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার,বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উম্মত আলী,বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট অফ সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুখী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাউছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাকের আলী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনসুর আলী,সেক্টর কমান্ডারস ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সিরাজুল প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫,২০২৩//