নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট বাজার থেকে দিনেদুপুরে ভ্যান চুরির ঘটনা ঘটেছে।বাজারের পাশে মা মনি রাইচ মিলের সামনে থেকে গতকাল দুপুরে এ চুরির ঘটনা ঘটে। জানাযায়, কবুরহাট দোস্তাপড়ার ইয়াছিনের ছেলে রুবেল বাজারের পাশে তার ভ্যানটি তালাবদ্ধ করে রেখে বাজার করতে যান। ফিরে এসে আর ভ্যানটি না দেখে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। তবে শেষমেশ আর ভ্যানটি পাওয়া যায়নি।সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর আড়াইটার সময় মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ভ্যানটি নিয়ে বাজার থেকে পোড়াদহ অভিমুখে যাচ্ছে। স্পষ্টভাবে দেখা না গেলেও চেহারা কিছুটা বোঝা যাচ্ছে। তবে এখন পর্যন্ত চোর শনাক্ত হয়নি এবং ঘটনার একদিন পার হলেও ওই চোরকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক দেশতথ্য//এল//