স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রেস সচিব ইহসানুল করিম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৫১ সালের ৫ জানুয়ারি জন্ম নেয়া ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। ১৯৭২ সালে বাসসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করে সংবাদ সংস্থাটির বিভিন্ন পদে ছিলেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে সংস্থাটির ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করেন। ২০১৩ সালের ১২ই ফেব্রুয়ারি বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর অবসর নেন।
অবসরের পর ওই বছরের ২০ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। ২১ মে তিনি প্রেস সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব নেন। ২০১৫ সালের জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের ১৫ জুন ইহসানুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, ভারতের পিটিআই, দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশি প্রতিবেদক হিসেবে কাজ করেন। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
কষ্টিয়ার এই কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দেশতথ্য বাংলা ও দৈনিক দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারী। বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, বিএফইউজের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাহমুদুল হক বাদল ও সাধারণ সম্পাদক তৌফিক তপন প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//১০ মার্চ ২০২৪//

Discussion about this post