এনামুল হক কুষ্টিয়া : কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কৃষক দলের আহবায়ক কমিটিতে আওয়ামী লীগ নেতাকে আহবায়ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানাযায় গত ১৯মে কুমারখালী উপজেলা কৃষকদের প্যাডে উপজেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল মজিদ স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
সেখানে আহবায়ক করা হয়েছে কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়ার আক্তার হোসেনকে।
কমিটি প্রকাশের পর থেকেই এনিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
জানাগেছে, কৃষকদর কয়া ইউনিয়নের আহবায়ক আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৫ বছর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়েছেন।
ইতিমধ্যেই আহবায়ক আক্তার হোসেনের যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম আলতাব জর্জ, উপজেলা কৃষক লীগের সভাপতি রাসেল হোসেন আরজু হোসেন, শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন, জেলা তাঁতীলীগ নেতা বাবলু, কেন্দ্রীয় তাঁতী লীগের সহ-সভাপতি নিজামুল হক চুন্নু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত তুষারের সাথে একাধিক আওয়ামিলীগের প্রোগামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এবিষয়ে কুমারখালী ছাত্রদলের এক নেতা জানান,
কয়া ইউনিয়ন কৃষকদলের কমিটিতে সরাসরি আওয়ামিলীগ কর্মীকে আহবায়ক করা হয়েছে এটা দলের জন্য হুমকি আমি একজন সাধারণ কর্মী হিসেবে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
তবে দেশের রাজনৈতিক এমন পরিস্থিতিতে একজন সক্রিয় আওয়মীলীগ নেতা কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন কৃষকদলে স্থান পেলো প্রশ্ন ত্যাগী বিএনপি নেতাকর্মীদের।

Discussion about this post