Print Date & Time : 3 July 2025 Thursday 8:37 pm

কুষ্টিয়ার খোকসায় ইয়াবাসহ যুবক আটক

কুষ্টিয়ার খোকসায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব।

বৃহস্পতিবার রাতে খোকসা উপজেলার মাছুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইসাথে মাদক বিক্রির -১ লাখ ৬০ হাজার টাকা, ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত মোঃ সোহাগ হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষীপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

র ্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, র ্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে খোকসায় অভিযান চালিয়ে ৩২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করে।

তার বিরুদ্ধে খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে  থানায় সোর্পদ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//২২ এপ্রিল,২০২২//