কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গণেশ কর্তৃক রাসূল সাঃ নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০শে অক্টোবর রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন,ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার নেতৃবৃন্দ। ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম তাওহীদ আনোয়ার বলেন, খোকসা মির্জাপুরে রাসূল সাঃ এর কটুক্তিকারী গণেশ কে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনুন,কোন ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন,খোকসা উপজেলার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গণেশকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁ’সি দিতে হবে।
এছাড়াও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষক গণেশ আমাদের ইতিহাস বিভাগের ক্লাস নেন,অথচ ক্লাসে না পড়িয়ে তিনি শুধু ইসলামিক বিষয় নিয়ে গল্পে গল্পে দোষারোপ করেন,তিনি হিন্দু ধর্মালম্বী হওয়াতে সর্বদা তার ধর্মকে সঠিক বলে প্রমাণিত করতে আমাদের নবী (স:) এর চরিত্র নিয়ে বাজে ভাষায় কটাক্ষ করে কথা বলেন,আমরা ছোট মানুষ হওয়াতে শিক্ষকের মুখের ওপর কোন কথা বলতে পারিনা।
এদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, ধর্মীয় ইস্যু একটি স্পর্শকাতর বিষয়,যার যার ধর্ম সে সে পালন করবে,কোন ধর্মকে কটাক্ষ করা এটা মোটেও কাম্য নয়,আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
এহ/22/10/24/ দেশ তথ্য