Print Date & Time : 9 May 2025 Friday 9:08 am

কুষ্টিয়ার চার রাস্তার মোড়-মোল্লাতেঘরিয়া যানজটে জনদূর্ভোগ

বিশেষ প্রতিনিধি: চার রাস্তার মোড় থেকে মোল্লাতেঘরিয়া পর্যন্ত যানজটের শহরে পরিণত হয়েছে ব্যাপক ভাবে । ২০০৮ সালে তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ ওপেন হাউজ ডে তে এই বিপথগামী রাস্তার কথা জেনে ব্যবস্থা নেবার জন্য বলেন কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে । তৎকালীন ট্রাফিক পুলিশে দায়িত্বরতরা ব্যবস্থাও নিয়েছিলেন। কিন্তু যানজট যত বৃদ্ধি পাচ্ছে ট্রাফিক ব্যবস্থাও ঢিলা ঢালা ভাবে পরিচালিত হচ্ছে । ফলে দিনের তাপমাত্রা বৃ দ্ধির সাথে সাথে যানজটের তাপমাত্রা যেন সেখানে আরো বেড়ে যাচ্ছে আর অতিষ্ঠ হয়ে পরছে শহরবাসী । এই সড়কটিতে বেশিরভাগ নসিমন করিমন কৃষি পরিবহন বড় ট্রাকসহ নাম না জানা অনেক পরিবহন এই সড়কটির উপর দিয়ে চলাচল করছে। এই সড়কের পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ দিকে রয়েছে বেশ নামকরা কিছু ক্লিনিক হাসপাতাল গোরস্থান জেলখানা কলেজ স্টেশন আদালত পাড়া সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যার কারনে মানুষ এবং যানবাহনের পরিমান রাস্তার প্রসারতার তুলনায় অধিক মাত্রায় হওয়ায় সেখানে ট্রাফিক সিস্টেম কঠর মনিটরিং প্রয়োজন । কিন্তু বাস্তবে প্রোয়জনিয় বা তুলনা মুলক ট্রাফিক ব্যবস্থা নেই ফলে সেখানে প্রতিনিয়তই ঘটছে একে অপরের সাথে বাকবিতান্ডা মারামারিসহ দুর্ঘটনার ও কমতি নেই ! দূর্ঘটনায় কেউ না কেউ অঙ্গ হারাচ্ছে এছাড়া দেহের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালের দিকে যাচ্ছে এমন হিসাব মিলবে হাসপাতালে খাতা খুললেই । ওই সড়কে চাপ সৃষ্টি হলেও কুষ্টিয়া পৌরসভার কোন মাথা ব্যাথাই যেন নেই । অপরিকল্পিতভাবে দোকানপাট গড়ে ওঠায় সেখানের রাস্তা চিকন হয়ে পড়েছে ।এই রাস্তার দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানের কারণেই জায়গার স্বল্পতা দেখা দিয়েছে ।যার কারণে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ।বিভিন্ন সময়ে যদিও ট্রাফিক পুলিশ বলছে দুই শিফটে ডিউটি করানো হচ্ছে তারপরও যানজট কোনোভাবেই রোধ করা যাচ্ছে না ।ট্রাফিক স্বল্পতাও রয়েছে যথেষ্ট পরিমাণ । এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাফিক অফিসার জানান ট্রাফিক স্বল্পতা রয়েছে আমাদের কথাটি সত্য তবে আমরা চেষ্টা করছি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে সেখানে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তবে আমরা চেষ্টা করছি দুই বেলা তেই সেখানে ট্রাফিক ব্যবস্থা রাখার । তবে জনবল বৃদ্ধি হলে নিয়মিত সেখানে ট্রাফিক ব্যবস্থা করা যাবে বলে আশা পোষণ করেছেন তিনি। স্থানীয়রা বলছে নামমাত্র এখানে ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে । কিন্তু কোন কাজে আসে না ।অ্যাম্বুলেন্স আটকে থাকে ঘন্টার পর ঘন্টা
এটা আমাদের জন্য অত্যান্ত দুঃখের বিষয় হাসপাতালে পৌঁছানোর আগেই এই যানজটের কারণে পথের মধ্যে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটছে এমন দাবি করেছেন সেখানকার স্থানীয়রা । বিষয়টি তদন্ত সাপেক্ষে সচেতন মহল কুষ্টিয়ার মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।